সম্প্রতি শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তারের প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিঙ্কেনের বক্তব্যের ব্যাখ্যা বাংলাদেশ চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘আমরা এর সত্যতা জানতে চাই। আমরা এ বিষয়ে ব্যাখ্যা চাইব।’
মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কল্পনা হুমকির শিকার হয়েছেন এমন কোনো তথ্য বা রেকর্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই।
তিনি বলেন, সরকার জানতে চায় কোথায় ও কখন কল্পনা বলেছিলেন যে তিনি বাংলাদেশে হুমকি অনুভব করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন গত ১৬ নভেম্বর ‘বিশ্বব্যাপী শ্রমিকদের ক্ষমতায়ন, অধিকার ও উচ্চ শ্রমমান উন্নয়ন’ শীর্ষক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘আমরা বাংলাদেশি গার্মেন্টস কর্মী ও অ্যাক্টিভিস্ট কল্পনা আক্তারের মতো মানুষের পাশে থাকতে চাই, যিনি বলেছেন মার্কিন দূতাবাস তাকে সমর্থন করায় তিনি আজ বেঁচে আছেন।’
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রায় এক বছর আগে ঢাকায় একজন লেবার অ্যাটাশে নিয়োগ দিয়েছে, যা সরকারের সহায়তায় হয়েছে। ‘আমরা দ্বিপক্ষীয়ভাবে অনেক এগিয়েছি।’
যুক্তরাষ্ট্র বলেছে, যারা ইউনিয়ন নেতা, শ্রমিক অধিকার রক্ষাকারী, শ্রমিক সংগঠনগুলোকে হুমকি, ভীতি প্রদর্শন, আক্রমণ করবে তাদের জবাবদিহির আওতায় আনতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বাণিজ্য জরিমানা, ভিসা বিধিনিষেধের মতো বিষয়গুলো প্রয়োগ করবে তারা।
শাহরিয়ার বলেন, কোনো দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লিঙ্কেনের বক্তব্য পোশাক শিল্পকেন্দ্রিক নয়।
যুক্তরাষ্ট্রের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে গার্মেন্টস খাতকে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক