অনলাইন ডেস্ক :
কষ্টার্জিত জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ের পরও ১-১ গোলে সমতায় থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে ফাইনালে পা রাখে রিয়াল। এ ম্যাচে করিম বেনজিমার সঙ্গে রিয়ালের আক্রমণভাগে ছিলেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠে ভেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, টনি ক্রুস। গোলে থিবো কুর্তোয়া। ৩৭তম মিনিটে বক্সের ভেতর বেনজিমাকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। গোল করেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। ১২০ মিনিট খেলার পরও ম্যাচে সমতা বিরাজ করে। এরপর রিয়ালের হয়ে পেনাল্টি শুটআউটে প্রথম চার শটে গোল করেন করিম বেনজিমা, লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং মার্কো আসেনসিও। ভ্যালেন্সিয়ার হয়ে দ্বিতীয় শট নিতে এসে মিস করে বসেন এরি কমার্ট। আর হোসে গায়ার পঞ্চম শট ঠেকিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন কর্তোয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বার্সেলোনা অথবা রিয়াল বেতিসের যেকোনো এক দল।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা