January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 7:44 pm

কাঁধে ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন ফিলিপস

অনলাইন ডেস্ক :

ইতালি ও জার্মানীর বিপক্ষে আসন্ন নেশন্স লিগের দুটি ম্যাচে আর খেলা হচ্ছেনা ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের মিডফিল্ডার কালভিন ফিলিপসের। কাঁধের ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন এবং নভেম্বরে বিশ্বকাপেও তার খেলা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। এবারের গ্রীষ্মে লিডস ইউনাইটেড থেকে ইতিহাদ স্টেডিয়ামে আসার পর থেকে ইনজুরির সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী ফিলিপস। সিটির হয়ে তিনটি ম্যাচে তিনি মাত্র ১৪ মিনিট মাঠে ছিলেন। ইনজুরির মাত্রা নির্নয়ে ফিলিপসের হয়তো অস্ত্রোপচারের টেবিলে বসতে হতে পারে। আর শেষ পর্যন্ত সেটা হলে আসন্ন বিশ্বকাপে তার খেলা হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন বিবিসি। এ ব্যপারে অবশ্য ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে তাৎক্ষনিক কোন মন্তব্য পাওয়া যায়নি। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিলিপস। ২০২০ সালে জাতীয় দলে তার অভিষেক হয়। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে তিনি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। পেনাল্টি শ্যুট আউটে গ্যারেথ সাউথগেটের দল ফাইনালে ইতালির কাছে পরাজিত হয়ে হতাশ হয়েছিল। আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে ইতালি ও তিনদিন পর জার্মানীর বিপক্ষে নেশন্স লিগে ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড। আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে।
ইংল্যান্ড স্কোয়াড :
গোলরক্ষক : ডিন হেন্ডারসন, নিক পোপ, এ্যারন রামসডেল।
ডিফেন্ডার : ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, বেন চিলওয়েল, কনর কোডি, এরিক ডায়ার, মার্ক গুয়েহি, রেসি জেমস, হ্যারি ম্যাগুয়েরে, লুক শ, জন স্টোনস, ফিকায়ো টোমোরি, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম, ম্যাসন মাউন্ট, ডিক্লান রাইস, জেমস ওয়ার্ড-প্রাউস।
ফরোয়ার্ড : টামি আব্রাহাম, জেরড বোয়েন, ফিল ফোডেন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, জ্যাক গ্রীলিশ, হ্যারি কেন, ইভান টোনি।