January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 4th, 2022, 7:43 pm

‘কাইথি’ সিনেমার রিমেক অজয়ের ‘ভোলা’

অনলাইন ডেস্ক :

চলতি বছরের শুরুতে ঘোষণা এসেছিল তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক নির্মাণের। যেই ছবির নাম ‘ভোলা’। জানা গিয়েছিল, ছবির মূল চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা যাবে টাবুকে। আর এবার জানা গেল অভিনয়ের পাশাপাশি ছবিটির পরিচালনার দায়িত্বেও থাকছেন অজয়। আগামী ২০ আগস্টের মধ্যে আসন্ন ছবিটির শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন অজয়। কিন্তু এত অল্প সময়ে ছবিটির শুটিং কীভাবে শেষ করবেন, অজয়কে এমন প্রশ্ন করা হলে রহস্যময় হাসি হেসে অভিনেতা জানান, ‘আচ্ছা প্রস্তুতিটা তো আগেই হয়ে গিয়েছিল। চিত্রনাট্যও ঠিক ছিল। এবার শুধু ক্যামেরার পিছনে এসে তিনটি ম্যাজিক শব্দ- লাইট, ক্যামেরা, অ্যাকশন বলার প্রশ্ন!’ এদিকে আসন্ন ‘ভোলা’ ছাড়াও এর আগে ‘ইউ, মি অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ সিনেমায় পরিচালকের দায়িত্ব পালন করেছেন অজয়। সেদিক থেকে অভিনেতার পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। ছবিটির প্রযোজনায় থাকছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক। ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি। -বলিউড হাঙ্গামা