রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে দু’জন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বুধবার কাওয়ালি মাহফিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
রাতুল মাহমুদ নামে প্যাকের একজন সংগঠক বলেন, প্রতিবাদ সমাবেশের ব্যানার খোলা মাত্র তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
পুলিশের হামলায় প্যাকের সংগঠক শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন বলেও জানান তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সম্প্রতি সরকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করেছে। তাই তারা সমাবেশের চেষ্টা করলে আমরা বাধা দিই এবং তারা চলে যায়।’
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব