January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 24th, 2023, 7:39 pm

কাকে ‘অকৃতজ্ঞ’ বলে কটাক্ষ করলেন পরী?

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনায় রয়েছে। আর এ কারণে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে পরী মণিকে। সম্প্রতি ছেলে রাজ্য ও পরীর পাশে দেখা যায়নি রাজকে। এজন্য নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন তিনি। বর্তমানে রাজ-পরীমণি আলাদা থাকছেন। সুযোগ পেলেই সামাজিক মাধ্যমে রাজকে খোঁচা মারতে ছাড়েন না পরীমণি। রোববার দুপুরেও সেরকম কিছুই প্রকাশ করলেন এ নায়িকা।

তসলিমা নাসরিনের কবিতা পাঠের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘নে, এটা তোর জন্য অকৃতজ্ঞ।’তসলিমা নাসরিনের কবিতায় বলা হয়েছে- ‘দু-হাত পেতে ভিক্ষে চাইছো ক্ষমা, তুমি কি জানো যোগের ঘরে শূন্য করেছো জমা? বিয়োগের ঘরে কম করে বলি দু-কোটি, মনে আছে কেড়ে নিয়েছিলে সব, ছাড়ো নাই খড়কুটোটি ! তুমি বুঝি আর ছোটখাটো বদমাশ ! চুমু খেতে খেতে পরিয়েছো ফাঁস, আমারই খেয়ে আমারই পরে আমারই সর্বনাশ। ক্ষমার প্রশ্ন ওঠে না শুনেই অন্য আঁচলে ঝাঁপ, দুধ কলা দিয়ে চিরকালই আমি পুষলাম কালসাপ- তসলিমা নাসরিনের আবৃতিতে নিজের ক্ষোভটাই যেন উগরে দিলেন পরী। যদিও পোস্টে কারো নাম উল্লেখ করেন নি এ নায়িকা। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই ‘অকৃতজ্ঞ’ বলে কাকে তাক করেছেন পরীমণি।

মন্তব্যের ঘরে সেটা যেন একপ্রকার বলেই দিলেন পরীর ভক্ত-শুভাকাক্সক্ষীরা। চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত ২৯ মে রাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরী মণি ও শরিফুল রাজ আলাদা থাকছেন। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।