January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 7:51 pm

কাকে বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে?

অনলাইন ডেস্ক :

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বড় কন্যা খাতিজা রহমান বিয়ে করেছেন। পাত্রের নাম রিয়াসদীন শেখ মোহাম্মদ। তিনি পেশায় অডিও প্রকৌশলী ও একজন উদ্যোক্তা। রিয়াসদীনের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল খাতিজার। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিসহ পুরো পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মেয়ের বিয়ের বিষয়টি নিজেই জানান দেন এ আর রহমান। ছবির ক্যাপশনে লেখেন- ‘সৃষ্টিকর্তা এ দম্পতিকে আশীর্বাদ করুনৃআপনাদের শুভকামনা এবং ভালোবাসার জন্য অগ্রিম ধন্যবাদ। ছবিতে দেখা যায়, একটি সোফায় নবদম্পতি বসা। পেছনে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এ আর রহমান। পারিবারিক এ ছবিটি পোস্ট করার পরই তাতে এ আর রহমানের অগণিত ভক্ত ও সহকর্মী নবদম্পতিকে অভিনন্দনে ভাসাচ্ছেন। গত ২৯ ডিসেম্বর রিয়াসদীনের সঙ্গে আংটি বদল হয় ২৩ বছর বয়সী খাতিজার। বিয়েতে খাতিজার পরেন অফ হোয়াইট রঙের ঐতিহ্যবাহী পোশাক; তার সাথে মিলিয়ে বর রিয়াসদীন পরেন সাদা শেরওয়ানি। ১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্ম খাতিজার। বাবা প্রখ্যাত সঙ্গীত পরিচালক হওয়ায় ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন খাতিজা। অ্যাকাডেমিক পড়াশোনা শেষে সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন। এরইমধ্যে নিজের বাবার করা সুরে ‘রোবো’ ছবিতে গান করেছেন খাতিজা। রজনীকান্ত অভিনীত এ ছবির গান করার সময় খাতিজার বয়স ছিল মাত্র ১৪ বছর।