January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 29th, 2022, 7:48 pm

কাকে বিয়ে করলেন ক্রিকেটার শামিম?

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার শামিম হোসেন পাটোয়ারী জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার সহপাঠীকে বানালেন জীবনসঙ্গিনী। জীবনের নতুন পথচলার বিষয়টি শামিম নিজেই জানিয়েছেন। বুধবার নিজের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শামিম। ক্যাপশনে লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন। ’এরপরই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে থাকেন শামিম দম্পতিকে। শুভেচ্ছা জানিয়েছে বিপিএলে শামিমের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও। ফ্রাঞ্চাইজিটি এক বার্তায় লিখেছে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামিম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন। ’ বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা শামিম জাতীয় দলের হয়ে খেলেছেন ১০টি টি-টোয়েন্টি। ১০ ম্যাচে ৯ ইনিংসে তাঁর সংগ্রহ ১২৪। সর্বোচ্চ ৩১ রানের ইনিংস রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারঁ স্ট্রাইকরেট ১১১.৭১। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন শামিম।