অনলাইন ডেস্ক :
সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের ফোন রেকর্ড ফাঁস হলে দুজনই অস্বস্তিতে পড়েন। এরপর দুজনের মধ্যে আর কথা হয়নি। যদিও মাহি ওমরা পালন করতে সৌদি আরব যাওয়ার আগে ইমনের সঙ্গে ‘মাফিয়া’ ওয়েব ফিল্মের শুটিং করেছেন। এদিকে এই জুটিকে নতুন ওয়েব ফিল্ম ‘কাগজের বিয়ে’তে দেখা যাবে বলে জানা গেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী ইতোমধ্যেই দুজনরে সঙ্গে কথা বলে শুটিং শিডিউল ঠিক করেছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মের শুটিং হবে। মাহি ঢাকা আসছে কিনা আমি জানি না। তার সঙ্গে আমার কথা হয়নি। পরিচালক জানিয়েছেন- এতটুকুই।’ ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে ইমনের সঙ্গে মাহির কথা হয়নি বলে জানান ইমন। দ্বিতীয় বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত