অনলাইন ডেস্ক :
জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে উদয় মন্ডলকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে রাজশাহী শহরের বড়ালীপাড়া থেকে র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
র্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি এএনএম ইমরান খান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে র্যাবের একটি দল রাজশাহী শহরে অভিযান চালিয়ে ৫৭ বছর বয়সী রওশন ওরফে উদয়কে গ্রেপ্তার করে।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, রওশন বছরের পর বছর ধরে বিভিন্ন জেলায় পলাতক ছিলেন।
আরও পড়ুন
জাতিকে এগিয়ে নিতে ঈদুল ফিতরের বার্তা ধারণের আহ্বান প্রধান উপদেষ্টার
ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি
ড. ইউনূসের সঙ্গে বৈঠক চান মিয়ানমারের জান্তা প্রধান