নিজস্ব প্রতিবেদক:
লাক্স তারকা বিপাশা কবির। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির আইটেম গানে অংশ নিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। এরপর অনেক ছবিতে আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসেবে কাজ করেছেন। তার হাতে রয়েছে বেশকিছু সিনেমা। বিপাশা কবির জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ৩টি ছবির কাজ রানিং ছিল। কিন্তু লকডাউনের কারণে বন্ধ হয়ে যায়।প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে। এ মাসেই শুটিংয়ে নেমে পড়তে পারবো আশা করছি। এদিকে, বিপাশা সম্প্রতি একঘেয়েমি কাটানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলেন। কেমন সময় কাটলো জানতে চাইলে এই নায়িকা বলেন, অনেকদিন ঘরে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে। তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি। মা, বোন, বোনের মেয়ের সঙ্গে খুব ভালো সময় কেটেছে। অভিনেত্রীর হাতে ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও ‘জেদি মেয়ে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আর কাজ চলমান আছে ‘যার নয়নে যারে ভালো লাগে’, ‘গিভ অ্যান্ড টেক’র। সবমিলিয়ে বিপাশা বলেন, করোনার মধ্যেও কাজ চালিয়ে গেছি। যে ক’টি ছবি করেছি প্রত্যেকটি নিয়েই আমি বেশ আশাবাদী। একে একে মুক্তি পেলে ভালো কিছুই হবে। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেয়াকে কেন্দ্র করে যে উৎসব বিরাজ করতো সেটা মিস করেন বলেও উল্লেখ করেন এই নায়িকা। বিপাশা কবির বলেন, আমরা তো মূলত হলের শিল্পী। আগের দিনগুলো খুব মিস করি। খারাপ লাগে আসলে। কারণ, হল থেকেই আমার জন্ম। হলেই সবসময় ছবি মুক্তি হয়েছে। ছবি মুক্তি পেলে হলে হলে ঘোরার অভিজ্ঞতা অন্যরকম। দর্শক সাড়া সামসামনি দেখার মধ্যে একটা আনন্দ আছে। ওই অনুভূতি বলে বোঝানো যাবে না। আবার হল চাঙ্গা হোক সেটাই চাই। হল বাঁচলেই আমরা বাঁচবো।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম