ঝালকাঠির কাঠালিয়ায় মোঃ তুলিপ মল্লিককে একটি অনুষ্ঠানে ঢেকে নিয়ে কাগজে স্বাক্ষর ও ছবি নেয়ার প্রতিবাদ জানিয়ে কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তুলিপ মল্লিক। তুলিপ কাঠালিয়া সদর ইউনিয়নের দক্ষিন আউরা গ্রামের মোঃ মাহাবুবুর রহমান দুলাল মল্লিকের ছেলে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে লিখিত ভাবে অভিযোগ করেন তুলিপ মল্লিক ও তার মা খাদিজা বেগম। লিখিত বক্তব্যে জানান, গত ৫ ডিসেম্বর একওই গ্রামের মোঃ কালাম সিকদারসহ কয়েকজনে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের দোতলায় সাংবাদিক ক্লাবের কার্যালয়ের অনুষ্ঠানে আমাকে ভুল বুঝিয়ে বসিয়ে রেখে একটি কাগজে স্বাক্ষর ও ছবি তুলে নেয়। পরে আমি জানতে পারি এটি একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সম্মেলনটি ছিলো আমার দাদা মরহুম গফুর মল্লিকের বিরুদ্ধে। আমাদের পরিবার একটি আওয়ামীলীগ পরিবার। আমার পিতা মোঃ মাহাবুবুর রহমান দুলাল মল্লিক ১৯৮৫ সাল থেকে দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মানুষিক রোগী হওয়ার কারনে আর রাজনীতি করতে পারেননি। অথচ ঐ মহলটি আমাকে জোর পূর্বক তাদের সংবাদ সম্মেলনে বসিয়ে স্বাক্ষর ও ছবি নিয়ে রাজাকার পরিবার হিসেবে পরিচিতি করার জন্যে অপপ্রচার চালাচ্ছে। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
–প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিদ্রোহী ও রক্তকরবীর প্রতিধ্বনি: ইংরেজি বিভাগের অভিনব উদযাপন
ঢাবি’র শামসুন নাহার হলের ৪১ শিক্ষার্থীর বৃত্তিলাভ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস ২০২৫ উদযাপিত