প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তার কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের একান্ত বৈঠক হবে, এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
দুই দেশের নেতা সহযোগিতা নথিতে সই প্রত্যক্ষ করবেন এবং একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
বৈঠকের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে ১১টি সহযোগিতার বিষয়ে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সেখানে পরিদর্শন বইয়ে সই শেষে আমির আজ বিকালে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন এবং রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানাবেন।
বাংলাদেশ ও কাতারের মধ্যে যে ৬টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত; আইনি বিষয়; পারস্পরিক বিনিয়োগের প্রসার ও সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা; সমুদ্রপথে পরিবহন; বন্দী বিনিময় ও যৌথ বাণিজ্য পরিষদ গঠন।
যে ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে- জনশক্তি খাতে সহযোগিতা; বন্দর ব্যবস্থাপনা; উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা; যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
—–ইউএনবি
আরও পড়ুন
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি