October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 2:06 pm

কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

চলতি মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানিকে ফোনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় হামলা এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন। নিহত ওই কর্মকর্তা হলেন কাতারি নাগরিক বদর আল-দোসারি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু দুঃখ প্রকাশই করেননি, বরং ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এ ফোনালাপকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি আগ্রাসনজনিত জটিলতা নিরসনের অংশ হিসেবে উল্লেখ করেছে। তারা জানায়, কথোপকথনের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ইসরায়েল দাবি করে, গাজা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল। তবে ওই হামলায় হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে যান।

 

এনএনবাংলা/