January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 8:20 pm

কাতারে ১৭ দিনব্যাপী বৈচিত্র্যময় খেজুর মেলা

অনলাইন ডেস্ক :

সাতবারের মতো কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফে চলছে ১৭ দিনব্যাপী বৈচিত্র্যময় খেজুর মেলা। নান্দনিক এই আয়োজনে নানা জাতের খেজুরের পসরা সাজিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফে শুরু হয়েছে বৈচিত্র্যময় এক খেজুর মেলা। ১৭ দিনব্যাপী এ খেজুর মেলায় ১ শতাধিক দোকান সাজিয়ে বসেছেন খেজুর ব্যবসায়ী। তারা নানা জাতের খেজুরের পসরা সাজিয়ে বসেছেন। খেজুর ফেস্টিভ্যালে অংশ নেয়া অধিকাংশ দোকান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। মেলাতে ভালো সারা পাওয়া যাচ্ছে বলে জানান দোকানিরা। আর নানা জাতের খেজুরের সমাহার দেখে আনন্দিত ঘুরতে আসা প্রবাসীরাও।একজন ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা বেশির ভাগই বাঙালি। বাঙালিদের দোকান আছে এখানে। বাঙালিরাও যেমন কিনছে, আরবরাও কিনছে। আরেকজন বলেন, সব দেশের লোকজন আসে অনেক ভালো লাগে। মেলায় আসা একজন ক্রেতা বলেন, আমি আসছি খেজুর মেলা দেখতে। এখানে এসে খুব ভালো লাগছে। বিদেশিদের পাশাপাশি অনেক বাংলাদেশির দোকান আছে এখানে।২৭ জুলাই থেকে শুরু হওয়া এ খেজুর মেলা চলবে ১২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় পাওয়া যাচ্ছে আল খালাস, আল খেনাইজি, আল শিশি, আল বারহি, আল সাকাই, আল রাজিজিসহ আরও বাহারি কাতারি জাতের খেজুর। একই সঙ্গে মেলায় খেজুরের শরবতও মিলছে।