অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আলো ছড়াবেন বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন; তবে পারফর্ম করে নয়, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন এই নায়িকা।
আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ট্রফি উন্মোচনে শিগগিরই কাতারে উড়াল দেবেন দীপিকা। তিনিই প্রথম ভারতীয় তারকা, যার হাত দিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন হবে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে গিয়েছিলেন দীপিকা। কানে বিভিন্ন রঙয়ের সাজপোশাকে নজর কাড়েন সে সময়। দীপিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘গেহরাঁইয়া’ সিনেমায়। আগামী জানুয়ারিতে আসছে তার ‘পাঠান’ সিনেমা, যেখানে তার সহশিল্পী শাহরুখ খান ও জন আব্রাহাম। এ ছাড়া শুটিং করছেন ‘ফাইটার’ সিনেমায়। সেখানে প্রথমবারের মত দীপিকা জুটি বেঁধেছেন হৃত্বিক রোশানের সঙ্গে। মুক্তির অপেক্ষায় আছে দীপিকার ‘প্রজেক্ট কে’। হলিউডি সিনেমা ‘দ্য রিটার্ন’ এর এই হিন্দি রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করবেন দীপিকা। এছাড়া শাহরুখ খানের ‘জওয়ান’ এবং স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ ছবিতেও আসছেন দীপিকা।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’