May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 15th, 2025, 5:13 pm

কানাইঘাটে অনুপ্রবেশকারি নারী-শিশুসহ ১৬ জন আটক

এস এ শফি, সিলেট: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্তে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল।
আটককৃতদের  মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এদের ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ পুশ-ইন করিয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা  দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় এই ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের  প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান- সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বুধবার (১৪ মে) যাদেরকে পুশ-ইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।