February 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 18th, 2025, 11:18 am

কানাডায় অবতরণের সময় উল্টে গেল উড়োজাহাজ

ছবি : এএফপি

অনলাইন ডেস্ক:
কানাডার টরন্টো বিমানবন্ধরে অবতরণের সময় ৮০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৮ আরোহী আহত হয়েছেন।

স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে ৭৬ যাত্রী ও চার ক্রু নিয়ে ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজটি টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানটি উল্টে গেল তা জানা জায়নি।
বিমানবন্দরের দমকল প্রধান টড আইটকেন বলেন, এটি গুরুত্বপূর্ণ যে আমরা অনুমাননির্ভর কথা না বলি। তবে আমরা যেটা বলতে পারি তা হলো— রানওয়ে শুষ্ক ছিল এবং কোনো ক্রসউইন্ড পরিস্থিতি ছিল না। দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি। এর আগে প্যারামেডিক সার্ভিস এএফপিকে জানায়, তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
এঁদের একটি শিশুও রয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টরন্টো বিমানবন্দেরর প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বীরত্বপূর্ণ কাজ করেছেন জরুরি কর্মীরা। এরই মধ্যে অনেক যাত্রী তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।
টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।