October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 6:40 pm

কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি

ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার প্রভাবশালী দেশ কানাডাও যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রচারিত একটি ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তিনি জানান, নেতানিয়াহু যদি কানাডা ভ্রমণ করেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞাসা করলে কার্নি সংক্ষিপ্তভাবে বলেন, “হ্যাঁ,” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কার্নি আরও বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া তার অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, “ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে।”

১৯৪৭ সাল থেকে কানাডা দুই রাষ্ট্র সমাধানের নীতি মেনে চলে। কার্নি বলেন, “নেতানিয়াহুর সরকার জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা করছে, যা কানাডার দীর্ঘমেয়াদি নীতির সঙ্গে সাংঘর্ষিক।”

এই মন্তব্যের পর নেতানিয়াহুর রাজনৈতিক উপদেষ্টা ওফির ফাল্ক কানাডীয় সংবাদমাধ্যমকে বলেন, কানাডা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে চলার কারণে কার্নির উচিত নেতানিয়াহুকে স্বাগত জানান।

গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই সংঘর্ষে ৬৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার অধিকাংশই শিশু ও নারী। এর পর আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়, এবং পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কানাডার আগে ইতিমধ্যেই বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।

এনএনবাংলা/