অনলাইন ডেস্ক :
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে বেশ জটিলতায় পড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। শেষ পর্যন্ত লিটন আসরের একাংশে খেললেও নাম প্রত্যাহার করে নেন সাকিব। তবে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টির জন্য এনওসি পেলেন এই দুই টাইগার ক্রিকেটার। সাকিব-লিটনের এনওসি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব।
সাকিব নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। লিটনও সাকিবের মতোই… ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।’ আগামী ২০ জুলাই থেকে শুরু হবে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আসরের শুরু থেকেই খেলবেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। আর লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল