January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 1:16 pm

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ

অনলাইন ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বুধবার জাস্টিন তার ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন বলে সিএনএন জানিয়েছে। ইনস্টাগ্রামের ওই পোস্টে ট্রুডো বলেন, সোফির সেঙ্গে অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে তারা আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

“আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে।”

এ সময় সন্তানদের মঙ্গলের জন্য এ বিষয়ে ‘গোপনীয়তা’ ধরে রাখার কথাও বলেন ট্রুডো।

ট্রুডোর দাপ্তরিক জীবনী অনুযায়ী, ভ্যাংকুভারে কয়েক বছর শিক্ষতার পর ২০০২ সালে মন্ট্রিলে ফেরেন ট্রুডো। সেখানে তার সোফির সঙ্গে সাক্ষাৎ হয়। পরে ২০০৫ সালে সোফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।