January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 30th, 2021, 6:34 pm

কানাডার ৬ প্রদেশে রেকর্ড করোনা শনাক্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

কানাডার ছয় প্রদেশে বুধবার একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এর ফলে করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধ করতে বিভিন্ন প্রদেশে আরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়া- এ তিন প্রদেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে কুইবেকে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি, অন্টারিওতে ১০ হাজার ৪৩৬ জন ও ব্রিটিশ কলাম্বিয়ায় দুই হাজার ৯৪৪ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া ম্যানিটোবা, আলবার্টা এবং নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরেও নতুন রেকর্ড হয়েছে। ম্যানিটোবায় ৯৪৭ জন, আলবার্টাতে দুই হাজার ৭৭৫ জন এবং নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরে ৩১২ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে ব্রিটিশ কলাম্বিয়ায় বড়দিনের ছুটির পর সম্পূর্ণভাবে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার কথা ছিল। তবে এখন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রদেশটি। তারা জানিয়েছে সম্পূর্ণভাবে শ্রেণিকক্ষে ফিরে যেতে বিলম্ব হবে।
নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের কর্মকর্তারাও বলেছেন, ছুটির বিরতির পরে প্রদেশটির বিদ্যালয়গুলো আবার দূরশিক্ষণে ফিরে যাবে।