অনলাইন ডেস্ক :
দক্ষিণ কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশে শনিবার প্রবল ঝড়ে প্রায় ৯ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ে ভাঙা গাছ চাপা পড়ে সাতজন এবং অটোয়া নদীতে নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। কানাডার পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী ঝড়ের সময় ঝোড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮২ মাইলে উঠেছিল। অন্টারিওতে বিদ্যুৎ সরবরাহ করা কোম্পানি হাইড্রো ওয়ান বলেছে, প্রতিটি বাড়িতে আবার সংযোগ ঠিক করতে বেশ কয়েক দিন সময় লাগবে। এদিকে, হাইড্রো কুইবেক বলেছে, সে প্রদেশে সাড়ে পাঁচ লাখ বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয় সময় গত রোববার সকাল ১০টা পর্যন্ত প্রায় চার লাখ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট চলছিল। শক্তিশালী বজ্রবিদ্যুৎসহ ঝড় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে অনেক গাছ ভেঙে পড়েছে। ঝড়ে যান চলাচল ব্যাহত ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবা কর্তৃপক্ষ সাহায্যের জন্য অগুণতি ফোন কল পায়। কানাডার গণমাধ্যমে প্রচারিত ছবিতে অগ্নিনির্বাপক ও পরিষেবা কর্মীদের অটোয়াতে একটি রাস্তায় গাড়ির ওপরে পড়ে থাকা বিদ্যুতের লাইন এবং খুঁটি সরিয়ে নেওয়ার কাজ করতে দেখা যায়। এক বিবৃতিতে বলা হয়েছে, টরন্টোর প্রায় এক ঘণ্টা উত্তরের শহর আক্সব্রিজে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্র: বিবিসি
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩