January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 15th, 2021, 1:32 pm

কানাডায় বর্ণবাদী হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক :

কানাডার অন্টারিও প্রদেশে গাড়ি চাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগে অনুমোদন দিয়েছেন কানাডার অ্যাটর্নি জেনারেল।

পুলিশ জানিয়েছে, হামলাকারী, ২০ বছর বয়সি ন্যাথানিয়েল ভেল্টম্যান পূর্বপরিকল্পিতভাবে ওই মুসলিম পরিবারের ওপর হামলা চালায়। বেশ কিছুদিন ধরেই স্থানীয় মুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল হামলাকারী।

গেল ৬ই জুন সন্ধ্যায় অন্টারিওর লন্ডন শহরে হাটতে বের হয়ে বর্ণবাদী ওই হামলায় নিহত হন সৈয়দ আফজাল, তার ৭৪ বছর বয়সি মা, স্ত্রী এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল। প্রাণে বেচে যায় তাদের ৯ বছর বয়সি ছেলে।