April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 20th, 2025, 12:27 pm

কানাডা টি-টেনের ড্রাফটে ২ বাংলাদেশি তারকা

অনলাইন ডেস্ক

টি-টুয়েন্টির পর বিশ্বজুড়ে আরও সংক্ষিপ্ত সংস্করণের টি-টেন ক্রিকেটের প্রসার ঘটতে চলেছে। এবার কানাডাও চালু করতে যাচ্ছে ১০ ওভারের এই ফ্র‌্যাঞ্চাইজি লিগ। ওই প্রতিযোগিতায় খেলতে নারী-পুরুষ মিলিয়ে ১৩০০–এর অধিক ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। যেখানে নাম আছে দুই বাংলাদেশি ক্রিকেটারেরও। এর আগে কানাডায় টি১০ টুর্নামেন্ট চালুর প্রক্রিয়ায় নেমেছিলেন যুবরাজ সিং। ভারতীয় সাবেক তারকার ওই প্রচেষ্টা সফল হতে যাচ্ছে।

ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, যুবরাজ সিং কানাডা সুপার সিক্সটির অধীনে টি-টেন লিগ চালুর অনুমোদন পেয়েছেন। যেখানে ৩৪টি দেশের ১১৩৫ পুরুষ এবং ২৩৫ নারী ক্রিকেটার নিজেদের নাম তুলেছেন রেজিস্ট্রেশনে। প্রতিবেদনে দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ থাকলেও এই দেশ থেকে মোট কতজন নাম দিয়েছেন তা বলা হয়নি। ২ টাইগার ক্রিকেটার হচ্ছেন– মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।

প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, কানাডা টি-টেনের ড্রাফটে বিভিন্ন দেশের তারকা ও তরুণ ক্রিকেটাররা ৮ দলের এই লিগের জন্য নাম জমা দিয়েছেন। ওই তালিকায় আছেন— ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সেইফার্ট, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিডি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ভানুকা রাজাপাকসে, মার্টিন গাপটিল, ডেভিড মালান, চাঁদ বোয়েস ও গুদাকেত মোতি।

নারী ক্রিকেটারদের তালিকায় আছেন— ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, রোজমেরি মায়ের, ইডেন কার্সন, তাজমিন ব্রিটস, অ্যামি স্মিথ, লোরেন উইনফিল্ড-হিল, জেস জোনাসেন, শবনম ইসমাইল, লরা হ্যারিস, দিয়েন্দ্রা ডটিন, চিনেলে হেনরি, সিনালো জাফটা, এনকুলুলেকো ম্লাবা, ফাতিমা সানা খান ও লিয়া তাহুহু।

টুর্নামেন্টটির উদ্বোধনী আসরের ড্রাফট শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নারী-পুরুষ উভয় প্রতিযোগিতাই জুলাইয়ে শুরুর কথা রয়েছে। স্কটিশ ক্রিকেট কিংবদন্তি ও টি-টেনের অ্যাসিস্টেন্ট টুর্নামেন্ট ডিরেক্টর কাইল কোয়েটজার জানিয়েছেন, ‘কানাডা সুপার৬০–তে খেলতে বিশ্ব ক্রিকেটের বড় বড় সব তারকার নাম দেখে আমি অনেক রোমাঞ্চিত। তাদের অংশগ্রহণ এই প্রতিযোগিতাকে আরও উন্নত করবে, কানাডার ক্রিকেটারদের জন্য এটি অনেক মূল্যবান এবং দর্শকদের জন্যও হবে বেশ উত্তেজনাপূর্ণ।’