অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান। বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর দুটি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।
রানওয়ে মেরামতের কাজ চলছে। রোববার দিনের শেষে বিমানবন্দর সচল হবে বলে তিনি আশা করছেন।
কাবুলে বেসামরিক বিমান কর্তৃপক্ষের একজন কর্মকর্তাও এ হামলার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকন্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে।
সরকারি বাহিনীর লজিস্টিক সার্পোটের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ।
ইতোমধ্যে তালেবানের হেরাত এবং লস্কর ঘা’র নিয়ন্ত্রণ নেয়ার প্রেক্ষাপটে বিমান বন্দরে এ হামলা চালানো হলো।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড