December 31, 2025
Tuesday, December 30th, 2025, 2:35 pm

কান্নার রোল নয়াপল্টনে, চলছে কোরআন খতম

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকেরা। প্রিয় নেত্রীর মৃত্যুতে সেখানে কান্নার রোল পড়ে গেছে। অনেককেই হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তাঁর ফাঁসির দাবিও জানান।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই নয়াপল্টনে শুরু হয়েছে কোরআন খতম। সকাল ১০টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ওলামা দল কোরআন খতম শুরু করে। জানাজা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কোরআন খতম চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শোকের প্রতীক হিসেবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। সেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এভারকেয়ার হাসপাতালে দেওয়া ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি।”

তিনি জানান, শোকের সময়ে সারাদেশে বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা সাত দিন কালো ব্যাজ পরিধান করবেন। পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে।

রুহুল কবির রিজভী আরও জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হবে, যেখানে শোক ও সমবেদনা জানাতে পারবেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

তিনি বলেন, এগুলো প্রাথমিক কর্মসূচি; পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনএনবাংলা/