January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 18th, 2022, 7:39 pm

কান উৎসব ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ

বিশ্ব চলচ্চিত্র জগতে অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর শুরু হয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের পর্দা উঠলো।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দেখানো হয়েছে প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’।

এবারের উৎসব ২৮ মে পর্যন্ত চলবে। এবছর প্রতিযোগিতা বিভাগে থাকছে বিভিন্ন দেশের ২২টি সিনেমা। স্বর্ণপামের জন্য লড়বে সিনেমাগুলো।

ইউক্রেনের যুদ্ধ মঙ্গলবার কানের স্পটলাইটে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ দিয়েছেন। এসময় জেলেনস্কি সিনেমা এবং বাস্তবতার মধ্যে সংযোগ সম্পর্কে দীর্ঘ কথা বলেছেন। এক্ষেত্রে ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ এবং চার্লি চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’ এর মতো চলচ্চিত্রগুলোর উদাহরণ টেনেছেন তিনি।

—ইউএনবি