January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 17th, 2021, 10:11 pm

কাবুলে প্রথম সংবাদ সম্মেলনে তালেবান

অনলাইন ডেস্ক :

কাবুলে সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। আমি নিশ্চিত করতে চাই যে আমি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না।

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন হাজির হয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহ একথা বলেন।

তালেবানের মুখপাত্র বলেন, ‘২০ বছর সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশিদের তাড়িয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত।’

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহ আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোনো বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।’

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো কাবুলে সংবাদ সম্মেলন করছে তালেবান। মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের নারীরা ইসলামী শরিয়াহ মেনে যেকোনো চাকরী করতে পারবে। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।