January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 27th, 2021, 8:52 pm

কাবুলে ফ্লাইট বন্ধ, আফগানিস্তান সিরিজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ রয়েছে। যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করতে বাধ্য হয়েছে। বিষয়টিনিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। আফগানিস্তান সিরিজ স্থগিত প্রসঙ্গে কায়সার বলেছেন, ‘আফগানিস্তান সিরিজ এখন হচ্ছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে, সেটি এখনই বলা যাচ্ছে না। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। আশা করি, দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। সেই লক্ষ্যে ৩১ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল আফগান অনূর্ধ্ব-১৯ দলের। এর আগে বাংলাদেশও গত মার্চে আফগানিস্তান সফর স্থগিত করেছিল। সেবার আফগান যুব দলের বিপক্ষে একটি চার দিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে মার্চের শুরুতে ভারতের নয়ডায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু আফগানিস্তান প্রস্তুতির জন্য বাড়তি সময় চাওয়াতে শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ায়নি।