January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 6:47 pm

কাবুল পৌঁছেছেন পাকিস্তানের আইএসআই প্রধান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান ফয়েজ হামিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কাবুলে পৌঁছান তিনি। তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তার সফর। পাকিস্তানি আইএসআই প্রধানের কাবুল সফর নিয়ে অনলাইনে সমালোচনায় মেতে উঠেছেন আফগান নাগরিকেরা। আইএসআই-এর বিরুদ্ধে বহু দিন থেকেই তালেবানকে সহায়তার অভিযোগ রয়েছে। কাবুলে পৌঁছে ফয়েজ হামিদ আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। আফগানিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে সরকার গঠন নিয়ে হাক্কানি গ্রুপ ও তালেবানের মোল্লা বারাদার সমর্থিত অংশের মধ্যে মতবিরোধ চলছে। আর সেকারণেই কাবুল সফর করতে পারেন পাকিস্তানি আইএসআই প্রধান। শনিবার সরকার গঠনের কথা রয়েছে তালেবানের। শুক্রবার তালেবানের তরফ থেকে জানানো হয়েছে সহ প্রতিষ্ঠাতা মোল্লা বারাদারেরই নতুন সরকারের নেতৃত্ব দেবেন।