জয়পুরহাটঃ
বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন,যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো,ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমার বিশ্বাস আগামী দিনে দেশ পরিবর্তনের মূল কান্ডারি হবে কাব স্কাউটস এর বন্ধুরা’।
তিনি বলেন “কাব স্কাউটরা নিজেদের দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হবে। দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।”
সোমবার সকাল ১১টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার
আয়োজনে “৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প”
এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়।
এ সময় জয়টুরহাট জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক পরিচালক নুরুল ইসলাম, জয়পুরহাট জেলা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মুন্না, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্কাউটস জয়পুরহাট জেলার কমিশনার জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, জয়পুরহাট জেলা রোভার এর কমিশনার মাহবুব মোর্শেদুল আলম লেবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রবীণ স্কাউটারদের সংবর্ধনা, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রায় অবদান রাখায় ৪১ জন প্রবীণ স্কাউটার এবং ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা ও পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কাব স্কাউট, স্কাউট ও অন্যান্য অংশগ্রহণকারীরা।
এর আগে শহরের রামদেও বাজলা সরকারি স্কুল মাঠ থেকে বের হওয়া একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এতে জেলার ৪৮৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব-স্কাউট দল অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানে প্রায় দুই হাজার দুইশত কাব, স্কাউট ও কর্মকর্তা অংশ নেয়।
আগামী ১৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৯ম জেলা কাব ক্যাম্পুরী।
কাব স্কাউটরা নিজেদের দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হবে, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে : মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০