রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান।
ঘটনার পর থেকে কারওয়ান বাজার এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।
ব্যবসায়ীরা জানান, যুবদলের এক বহিষ্কৃত নেতা ৫ আগস্টের পর থেকে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে আব্দুর রহমানের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরাও নেমে এসে হামলাকারীদের ধাওয়া দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওই নেতাকে গ্রেপ্তার না করা হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসবেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান বলেন, ‘যুবদলের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। এর আগেও তারা এ ধরনের মানববন্ধন করেছেন। আজ মানববন্ধনের সময় আশপাশে পুলিশ উপস্থিত ছিল। হঠাৎ করে কয়েকজন এসে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
অন্যদিকে, স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি।’
এনএনবাংলা/

আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
‘এয়ারবাস’কে বাদ, বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন ‘বোয়িং’
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ