October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 3:39 pm

কারও অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না: সিইসি

 

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন— ভোটের দায়িত্ব পালনের সময় যেন কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করেন।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, কারও অন্যায় চাপে নির্বাচন কমিশন নতি স্বীকার করবে না। আপনাদের প্রতিও একই অনুরোধ— কোনো প্রেসার বা প্রভাবের কাছে নতি স্বীকার করবেন না। আইন অনুযায়ী, নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।

আমরা কারও প্রতি অন্যায় আচরণ করব না, অন্যায় নির্দেশও দেব না। আইন অনুযায়ী যা করার প্রয়োজন, কমিশনের পক্ষ থেকে সেভাবেই নির্দেশনা দেওয়া হবে। আপনারাও তা বাস্তবায়ন করবেন আইনসম্মতভাবে।

নির্বাচনের দায়িত্ব পালনে ইসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সিইসি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেন সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখেন, সেটিই কমিশনের প্রত্যাশা।

আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতিই সভ্য জাতি। তাই আইন অনুযায়ী, নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি আরও বলেন,

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, জেলা ও কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করবে। কিন্তু উপজেলা পর্যায়ে সমন্বয়ের মূল দায়িত্ব আপনাদের ওপরই থাকবে। কোনো সংকট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

তিনি ইউএনওদের সতর্ক করে বলেন, সব কিছু শেষ হওয়ার পর যেন এমন পরিস্থিতি না হয়— সবাই মারামারি করে ভোটকেন্দ্র দখল করে চলে গেল, আর তখন গিয়ে উপস্থিত হলেন আপনি। শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবও উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/