Bangladesh’s oldest English daily newspaper bangla online version
Saturday, July 31st, 2021, 7:54 pm
ভোগান্তি উপেক্ষা করে ঢাকায় ছুটছে মানুষ
লকডাউনের মধ্যে রোববার থেকে চালু হবে গামেন্টস কারখানা। তাই সীমাহীন দুর্ভোগ নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা। ছবিটি শনিবার মাওয়া ফেরিঘাট থেকে তোলা।
নিজস্ব প্রতিবেদক :
শিল্প কারখানা খোলার খবরে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। যানবাহন বন্ধ থাকলেও নানা উপায়ে হাজার হাজার মানুষ কর্মস্থলে ফিরছেন।
বিধিনিষেধের তোয়াক্কা না করে শনিবার ভোর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের ঢল।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পৌঁছেছেন হেঁটে, অটোরিকশায় কিংবা মাহেন্দ্রতে চড়ে। যাত্রীবোঝাই ফেরি ছেড়েছে এ ঘাট থেকে। ঢাকা-আরিচা মহাসড়কেও ছিল ঢাকামুখী যাত্রী, ব্যক্তিগত ও ছোটগাড়ির চাপ। যানবাহন পরিবর্তন করে, পণ্যবাহী যানের ছাদে করে বা হেঁটে তাদের ঢাকার পথে রওনা দিতে দেখা গেছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
১৫ জানুয়ারির মধ্যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী