অনলাইন ডেস্ক :
বহু প্রতীক্ষার পর ঘোষণা এসেছিল সময়ের আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’ এর দ্বিতীয় অংশের স্ট্রিমিং তারিখ। হইচইয়ে ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন এ সিরিজটির প্রথম পার্ট স্ট্রিমিং হয়েছিল গত আগস্টে।প্রথম সিজনে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এতোটাই রহস্য তৈরি করেছেন যে দর্শক তা উন্মোচনের জন্য মুখিয়ে আছেন। অবশেষে ঘোষণা এসেছিল সিরিজের নতুন সিজন প্রকাশ হচ্ছে ১৫ ডিসেম্বর। কিন্তু সে আশাতেও গুড়েবালি। ‘কারাগার’ কর্তারা জানালেন, নির্দিষ্ট তারিখে সিরিজটি উন্মুক্ত হচ্ছে না। কারণ এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনা চলছে।সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথম সিজনে এর গল্প বিস্তার করে জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে ঘিরে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। দর্শকদের ধারণা, সেই রহস্যের জট খুলবে দ্বিতীয় সিজনে। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব