March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 12:45 pm

কারিনা যে নেতার দিকে তাকিয়ে থাকতেন

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

কারিনা কাপুর ও সাইফ আলি খান বলিউডের অন্যতম সফল দম্পতি। একটা সময়ে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন কারিনা। তাদের সেই সম্পর্কের কথা প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে আসতো। তবে হঠাৎ এ ঘটনার ব্যত্যয় ঘটে। কারিনার জীবনে নতুন পুরুষের আগমন ঘটে। তিনি হলেন সাইফ আলী খান।

সাইফ-কারিনার প্রেম শুরু হয় ‘টশন’ সিনেমার শুটিংয়ের সময় থেকে। ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা দুই সন্তানের জনক-জননী। সিনেমার দুনিয়ার পাশাপাশি তারা সংসার জীবনে সুখে-শান্তিতে বসবাস করছেন। কিন্তু একটা সময়ে কোনো অভিনেতা নয়। কারিনার মনে এক রাজনীতিবিদ জায়গা করে নিয়েছিলেন।

সম্প্রতি সিমি গারেওয়ালের অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করতে চান। সেই প্রশ্নের উত্তরেই এক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন তিনি। কারিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন। কারিনা আরও জানিয়েছিলেন, তিনি নাকি প্রায়ই রাহুলের ছবির দিকে অপলকে তাকিয়ে থাকেন।

কারিনা যে নেতার দিকে তাকিয়ে থাকতেনকারিনা বলেছিলেন, ‘আমার কি এটা বলা উচিত? জানি না, বলা উচিত কি না। জানি বিতর্কিত মন্তব্য। তা-ও এটা বলব।’ এর পরেই তিনি রাহুল গান্ধীর নাম নেন। তার কথায়, ‘আমি তাকে (রাহুল) আরও ভালোভাবে জানতে চাই। আমি অভিনয় পরিবারের মেয়ে। তিনি রাজনৈতিক পরিবারের। তাই আমাদের রসায়ন বেশ ভালোই হবে বলে মনে হয়।’

কারিনার এ মন্তব্য বার বার আলোচনায় এসেছে। কিছুদিন আগেও কারিনা এই মন্তব্য করেছিলেন, ‘সেই সময়ে রাহুল সত্যিই দারুণ দেখতে ছিলেন।’ পরে আর এক জায়গায় বলেছিলেন, রাহুল গান্ধীদের পদবী খুব জনপ্রিয় বলেই তার নাম উল্লেখ করেছিলেন এ অভিনেত্রী।