অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরা ফাতেহিকে। গ্যালারিতে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে দেখা যায় তাকে। সেই সঙ্গে নেচেছেনও তিনি। তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গার্ল’কে। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর আগে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার কাতার পৌঁছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি। মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। নৃত্যশিল্পী হয়ে আট বছর আগে বলিউড অভিষেক হয় তার।এরপর থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন।বলিউডের ‘আইটেম সং’র ছবিগুলো হলো ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত