August 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 8:34 pm

কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না

আহসান হাবিব পাটওয়ারীঃ

কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না বলে মন্তব্য করেছে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসেন।

২৪ আগষ্ট (রবিবার) হাজীগন্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৫ আসনে সংসদ পদপ্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠীর কোন উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না। অতীত থেকে আমরা দেখেছি যারাই জামায়াতে ইসলামীর বিরোধিতা করেছে তারাই বিলীন হয়ে গেছে, জামায়াতে ইসলামী তার নিজ গতিতেই এগুচ্ছে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,

কোন ব্যাক্তি বা গোষ্ঠীর কথায় কান না দিতে। এ বিষয়ে ধৈর্য ধারণ করার জন্য আহবান জানান তিনি। ইসলামের সুমহান আদর্শ জনগনের মাঝে ছড়িয়ে দিতে আহবানও করেন তিনি।

ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি আব্দুল্লাহ ফরিদের পরিচালনায় আরো উপস্হিত ছিলেন উপজেলা শাখার নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, সেক্রেটারি জয়নাল আবেদীন, ইউনিয়ন সাবেক আমীর মাওঃ আব্দুল মোতালিব, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আবুল খায়ের প্রমুখ।