অনলাইন ডেস্ক :
গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এর দুই মাস পর নাচের মাধ্যমে পুরনো রূপে মঞ্চে ফিরেন তিনি। আর কয়েক মাসের বিরতি পর এবার টিভি ক্যামেরার সামনে দাঁড়ালেন এ অভিনেত্রী। কাজ করলেন ঈদের নাটকে। নাম ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে। বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’ নাটকটির বিষয়ে তিনি বলেন, ‘বিয়ে নিয়েই এর গল্প। খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে। খুব মজার গল্প এটি।’ আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হয়েছে। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। শখের স্বামীও একসময় মডেলিংয়ে যুক্ত ছিলেন। তার নাম রহমান জন।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!