August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 7:42 pm

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গঙ্গাচড়া উপজেলার সহসভাপতি আমিনুর আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গঙ্গাচড়া উপজেলার সহসভাপতি আমিনুর রহমান প্রামানিককে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯ টার দিকে গঙ্গাচড়া বাজার থেকে তাকে আটক করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি আমিনুর রহমান প্রামানিকে আটক করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে আমিনুর রহমান প্রামানিককে আটক করা হয় এবং জেলা হাজতে পাঠানো হয়।

 

আব্দুল বারী স্বপন