January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 9th, 2025, 8:48 pm

কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ শেষে ক্ষুব্ধ হতে দেখা যায় তামিম ইকবালকে
নাটকীয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরছেন। ফেরার পথে হাত মেলাচ্ছেন একে অন্যের সঙ্গে। তখনই টেলভিশনের একটা দৃশ্যে চোখ আটকে গেল সবার। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল কার দিকে যেন তেড়ে যাচ্ছেন। তাঁকে টেনে ফিরিয়ে আনছেন রংপুর রাইডার্সের এক কর্মকর্তা।

কিন্তু কার দিকে তেড়ে যাচ্ছিলেন তামিম? কেন? খোঁজ নিয়ে জানা গেছে, তামিমের আক্রমণের লক্ষ্য ছিলেন রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। সূত্র জানিয়েছে, ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন তামিমকে উদ্দেশ করে। তামিমের সেটা ভালো না লাগাই স্বাভাবিক। হেলসকে তিনি বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

এরপর হেলসও পেছন থেকে কিছু একটা বললে খেপে যান তামিম। তখনই তিনি তেড়ে যেতে চান হেলসের দিকে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। ঘটনার শেষ দিকে সেখানে দেখা যায় রংপুরের অধিনায়ক নুরুল হাসানকেও। তিনি অবশ্য গিয়েছিলেন তামিমের সঙ্গে হাত মেলাতেই।

ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের প্রতি ক্ষুব্ধ হন তামিম ইকবাল
ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের প্রতি ক্ষুব্ধ হন তামিম ইকবাল

ম্যাচ শেষে এ নিয়ে নুরুল হাসানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ঘটনাটা আমি খুব কাছ থেকে দেখিনি। আমি দেখেছি শেষ দিকে, মানে যখন ফিরে আসছি। আমি ড্রেসিংরুমে যাওয়ার পর বুঝতে পারব, কী হয়েছে। তবে কিছু একটা হয়েছে, আমিও এটা দেখেছি।’

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও কথা বলেছেন এ নিয়ে। যদিও ঘটনার বিস্তারিত বলতে পারেননি তিনিও। নাফিস বলেন, ‘আমি নিশ্চিত নই, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি। উত্তেজিত হয়েছে (তামিম), এটা দেখেছি।’

ঘটনাটা আবেগপ্রসূত বলেই মনে হয়েছে তামিমের অগ্রজ নাফিসের, ‘ম্যাচ হারার পর, বিশেষ করে এই ধরনের ম্যাচে, অনেক আবেগ চলে আসে। আশা করি, সিরিয়াস কোনো কিছু নয়। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল (অপর পক্ষ থেকে), যেটির প্রতিক্রিয়া ছিল (তামিমের উত্তেজিত হওয়া)। তবে আমার মনে হয়, তেমন সিরিয়াস কিছু নয়।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের এই ম্যাচ অবশ্য এমনিতেই চরম উত্তেজনাপূর্ণ ছিল। ফরচুন বরিশালের ১৯৭ রান তাড়ায় শেষ বল পর্যন্ত খেলে জিতে যায় রংপুর। জয়ের নায়ক ৭ বলে অপরাজিত ৩২ রান করা নুরুল, তাণ্ডুবে ব্যাটিংয়ে শেষ ওভারেই যিনি নিয়েছেন ৩০ রান।