December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 6:24 pm

কালকিনিতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ!

Oplus_131072

কালকিনি (​মাদারীপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে মাদারীপুর-০৩ আসনের কালকিনি ও ডাসারে বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। নির্বাচন কমিশনের (EC) নির্দেশনা অনুযায়ী, রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কালকিনি ও ডাসার উপজেলা শহর জুড়ে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণ অপসারণের করেছে প্রশাসন। ​নির্বাচন কমিশন (EC) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য সকল প্রার্থীকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনী এলাকার সব ধরনের প্রচার সামগ্রী—পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা—নিজেদের খরচ ও দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় উপজেলা প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিয়ে এ অপসারম করেন।

​কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম-এর নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালিত করা হয়। অভিযানে শহরের প্রধান রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, বিদ্যুতের খুঁটি এবং বিভিন্ন জনবহুল স্থানে অবৈধভাবে টাঙানো সকল ধরনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলা হয়। ​সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম জানান, “মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার গণ বিজ্ঞপ্তি  অনুযায়ী আমরা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানাতে মাঠে কাজ করছি।