কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে বাবুল বেপারী নামে এক আ.লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এসময় তাদের বাধা দিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় দুইটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার বিকালে সরেজমিন ও মামলা সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।ভুক্তভোগী পরিবার জানান, পৌর এলাকার চড় ঠ্যাঙ্গামারা গ্রামের ইব্রাহিম হাওলাদার ওরফে হালানের সঙ্গে পৌরসভার ২নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক বাবুল বেপারীর দীর্ঘদিন ধরে পুর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে আ.লীগ নেতা বাবুল বেপারীর সাথে হালান হাওলাদারের বাকবিতন্ডা হয়। এক পর্যায় আ.লীগ নেতা বাবুল বেপারীর নেতৃত্বে আবুল হোসেন, শামীম বেপারী, সাদ্দাম বেপারী,আকাশ বেপারী,মামুন বেপারীও রবিউল মেলকাইসহ ২০/২২জন মিলে হালান হাওলাদারের বসতবাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় তাদের বাধা দিলে হামলায় আহত হন মজিবুর হাওলাদার(৬০), ফিরোজা বেগম(৫০), মোঃ ফাহিম(১০), খুশি আক্তারসহ(২৩) ৫জন। এ ঘটনায় হালানের বোন ভুক্তভোগী খুশি আক্তার ও ফিরোজা বেগম বাদী হয়ে কালকিনি থানায় দুটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী হালান হাওলাদার জানান, আ.লীগ নেতা বাবুল ও তার লোকজন মিলে আমাদের বসতবাড়ি ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ভাংচুর-লুটপাটের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবুল বেপারী জানান, আমরা লুটপাট করিনি। তারা আমাদের লোকজনের উপর হামলা করেছে। এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি