October 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 12:02 am

কালশীতে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ছবি: মঈন আহমেদ

 

রাজধানীর মিরপুর-১২ নম্বরের পল্লবীর কালশী রোডে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টারও রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট কাজ করছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত।’

এদিকে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএনবাংলা/