টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুঁঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল গ্রামের হিরামন বেগম (৭০) এবং কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তারাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১১)।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, টাঙ্গাইল শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সাগরদিঘী যাচ্ছিল। চাটিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বালুভর্তি ট্রাকটি উল্টে ওই অটোরিকশার ওপরে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
—-ইউএনবি
আরও পড়ুন
খুলনায় ডিবি ও ছাত্র পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪
গফ্ফারের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি-অন্যত্থায় খুলনা নগরীতে সুপেয় পানি সরবরাহ বন্ধের হুমকি
রংপুরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের ৪ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক আবাসিক প্রশিক্ষণ