August 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 26th, 2025, 6:12 pm

কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন এ.টি.এম কামরুল ইসলাম। তিনি গতকাল সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শিবানী সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। উক্ত কর্মস্থলে যোগদানের জন্য ২৪ আগস্ট থেকে তাকে অবমুক্ত করা হয়।

তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ২০১৮ সালের ২৯ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পান। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় ও বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

পরে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ২২ জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারী সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে ৩১ অক্টোবর পর্যন্ত সংস্থাপন শাখায় দায়িত্ব পালন করেন। একই বছরের ৩ নভেম্বর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগ দিয়ে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ৯ জুলাই তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ.টি.এম কামরুল ইসলাম কালীগঞ্জের ইউএনও তনিমা আফ্রাদের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

কাজী মোহাম্মদ ওমর ফারুক

 

কালীগঞ্জ, গাজীপুর