কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাকিয়া সরওয়ার লিমা।গত ৩০ জুলাই কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মিকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৭ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) পিযুষ কুমার চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকিয়া সরওয়ার লিমাকে গাজীপুরের কালীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিসিএস ৩৮ ব্যাচের কর্মকর্তা জাকিয়া সরওয়ার লিমা ২০২১ সালে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে খুলনা ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং ২০২৪ সালের ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৭ আগস্ট তাকে বদলী করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
জাকিয়া সরওয়ার লিমা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ, গাজীপুর
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট