লালমনিরহাটের কালীগঞ্জে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা আশ-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কাপড়, স্বর্ণ, স্টুডিও, মুদি, ওষুধ ও জুতার দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।’
এ সময় ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন