October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:36 pm

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ‘‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করেন। তারা দুর্যোগ মূহুর্তে নিজেকে বাচাতে বিভিন্ন কসরত প্রদর্শন করেন। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভ‚ইয়া, সাংবাদিক মুহাম্মদ নোমান ও স্কুলের শিক্ষার্থী।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভ‚ইয়া, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও সংবাদকর্মীসহ প্রমুখ ।

এসময় ইউএনও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন এলাকা। প্রতিটি দুর্যোগে এদেশের জনগন নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই জনগনকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এ উদ্যোগ। ভ‚মিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গঠনে জোর দেন তিনি।